Diclearation Shil No : 127/12
সিলেট, মঙ্গলবার, ০২ জুন ২০২০, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭, ৮ শাওয়াল ১৪৪১

কুড়ালেন, অতঃপর কাঁধে নিলেন ময়লার ঝুড়ি!

 প্রকাশিত: ১২, অক্টোবর - ২০১৯ - ০৩:৩৮:০৬ PM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাঁধে ময়লার ঝুড়ি ভাবতেই আবগল লাগছে। কিন্তু হ্যাঁ এটাই সত্য তামিলনাড়ুর মামাল্লাপুরাম শহরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সাথে নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা আজ। সে কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মামাল্লাপুরাম অবস্থান করেন। মামাল্লাপুরাম চেন্নাই থেকে ৫০ কিলোমিটার অবস্থিত। সেখানে প্রথমে ধ্যানে বসেন তিনি। পরে, সৈকতে পড়ে থাকা ময়লা কুড়ান ভারতের প্রধানমন্ত্রী। এক টুইট বার্তায় মোদী লিখেছেন, সকালে মামাল্লাপুরামের সৈকতে ময়লা কুড়িয়েছি।

 

 

এটা ৩০ মিনিট ধরে ছিল। আমার ‘সংগ্রহ’ হোটেলকর্মী জয়রাজের হাতে দিয়েছি। আসুন, আমাদের খোলা জায়গাগেুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। আসুন, নিজেদের সুস্থ থাকার বিষয়টিও নিশ্চিত রাখি।

শনিবার (১২ অক্টোবর) প্রধানমন্ত্রী মোদী যে হোটেলে অবস্থান করছেন, সেখানে শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের পরে প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে।

Top