Diclearation Shil No : 127/12
সিলেট, সোমবার, ০১ জুন ২০২০, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭, ৭ শাওয়াল ১৪৪১

বালাগঞ্জের সাকিবসহ নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল

 প্রকাশিত: ২৩, সেপ্টেম্বর - ২০১৯ - ০৭:২১:২৪ PM


 

নিজস্ব প্রতিবেদক :: পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ ২৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে কুয়েত এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশ ছাড়ছেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে গত মার্চের ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৫৪ জন মুসলিমের নিহত হওয়ার ক্ষত এখনো শুকাতে না শুকাতেই এই প্রথম নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট অনুর্ধ্ব-১৯ দল। দলে আছেন বালাগঞ্জের তানজিম হাসান সাকিবও।

শ্রীলংকা সফর শেষে মাত্র ক’দিনের ছুটি কাটানোর পর আজ উড়াল দিচ্ছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের উদ্দেশ্য। সাকিবের সাথে ফোনে তার অনুভূতির কথা জানতে চাইলে বলেন, নিউজিল্যান্ডের এই ম্যাচগুলো আমি আগামী বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে নিয়েছি। যদি ভালো করতে পারি ও ক্রিকেট বোর্ড যদি আমাকে দলে রাখেন তাহলে ২০২০ সালের সাউথ আফ্রিকায় অনুষ্টিতব্যে বিশ্বকাপে খেলার ইচ্ছা আছে।

আগামী ২৯ সেপ্টেম্বরের ম্যাচ দিয়ে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। পরের চারটি ওয়ানডে হবে শুরু হবে ২,৬,৯ ও ১৩ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। ওয়ানডে সিরিজের আগে ২৭ সেপ্টেম্বর একটি অনুশীলন ম্যাচও খেলবে বাংলাদেশের যুব টাইগাররা। সিরিজ শেষে ১৪ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : আকবার আলি (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, রাকিবুল হাসান, আসাদুল্লাহ হিল গালিব, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি নিপুন, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শামিম হোসেন, অনিক সরকার ও হাসান মুরাদ। স্ট্যান্ডবাই আছেন : অমিত হাসান, প্রান্তিক নওরোজ নাবিল, আশরাফুল ইসলাম সিয়াম, মোহাম্মদ রিসাদ হোসেন, মোহাম্মদ শাহিন আলম ও মিনহাজুর রহমান মোহান্না।

Top