Diclearation Shil No : 127/12
সিলেট, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯, ৮ অগ্রহায়ণ ১৪২৬, ২২ রবি-উল-আউয়াল ১৪৪১

ফ্রান্সে শারদীয় সাহিত্য আড্ডা

 প্রকাশিত: ২০, সেপ্টেম্বর - ২০১৯ - ০৮:১৬:২৭ PM - Revised Edition: 30th April 2019

লোকমান আহম্মদ আপন, প্যারিস, ফ্রান্স

 

ছোট্ট পার্ক। পড়ন্ত বিকেল। পার্কে নানান ফুলের সমাহার।ফুলে ফুলে মৌমাছিদের আনাগোনা, প্রজাপতিদের ওড়াউড়ি। একপাশে খেলাধুলা করছে শিশুরা। চারিদিকে সবুজের সমারোহ। এ যেনো ইউরোপের নয়, চিরায়াত বাংলার মায়াময় গন্ধমাখা একটি স্নিগ্ধ বিকেল। বৃহস্পতিবার এরকম একটি অনবদ্য শারদীয় বিকেলে ফ্রান্সের প্যারিসে বসবাসরত প্রকৃত কিছূ সাহিত্যপ্রেমী মানুষ জড়ো হয়। কবিতা, গল্প, আড্ডা আর ঝালমুড়িতে জমে উঠে একটি অনবদ্য বিকেল, কাব্যময় সন্ধ্যা। অনুষ্ঠিত হয় ফ্রান্সের বিশুদ্ধ সাহিত্য সংস্কৃতির প্লাটফর্ম ‘অক্ষর’ আয়োজিত শারদীয় সাহিত্য আড্ডা।বাংলা থেকে হাজার হাজার মাইল দূরে বাংলার অন্যতম ঋতু শরৎকে এভাবেই উদযাপন করে ফ্রান্সের বাঙালি সাহিত্যপ্রমীরা।

 

আড্ডায় লেখাপাঠে অংশ নেন মুনির কাদের, লোকমান আহম্মদ আপন, বদরুজ্জামান জামান, মো. গোলাম মোর্শেদ, কাজী আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম, শোয়েব মোজাম্মেল, শাহ সোহেল আহমেদ, আব্দুল আজিজ সেলিম। এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, অয়ন শাহ পরান প্রমুখ। বিকেল গড়িয়ে সন্ধ্যা যখন রাতের পথে তখন নিড়ের দিকে ফেরে প্রচণ্ড ব্যস্ত প্যারিসের সাহিত্য পাগল মানুষগুলো। তবে অনবদ্য এই সাহিত্য আড্ডার স্মৃতি অনেকদিন মনে থাকবে সবার।

Top