Diclearation Shil No : 127/12
সিলেট, রবিবার, ০৭ জুন ২০২০, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭, ১৩ শাওয়াল ১৪৪১

বালাগঞ্জ ফিরোজা-বাগ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

 প্রকাশিত: ০২, সেপ্টেম্বর - ২০১৯ - ১০:০২:২৬ PM

জাগির হোসেন :: জামেয়া ইসলামিয়া ফিরোজা-বাগ বালাগঞ্জ মাদ্রাসায় অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ০২ সেপ্টেম্বর সোমবার এ সমাবেশ মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্টানে সভাপতিত্ব করেন মাদ্রসার মুহতামিম (প্রিন্সিপাল) মাও আব্দুল মালিক। অনুষ্টান সঞ্চালনা করেন, মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিক জাগির হোসেন। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রসার ক্বাফিয়া (নবম) শ্রেণীর ছাত্র হাফিজ মাহফুজুর রহমান ও না'তে রাসুল পাঠ করেন মাদ্রাসার ছাত্র তানভীর খান।

লেখাপড়ার উন্নতি, অগ্রগতি ও অভিবাবকের করণীয় সম্পর্কে শুভেচ্ছা বক্ত্যব্য দেন, মাদ্রাসার না'যীমে তা'লীমত মাও: ফয়েজ আহমদ। দ্বীনী শিক্ষার গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করেন, মাও: জুনাইদ আহমদ। বর্তমান বিশ্ব পেক্ষাপটে আমাদের করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন মাও কামালুদ্দিন (বাহুবলী)। মাদ্রাসায় ছাত্র অভিবাবকের সম্পর্ক নিয়ে আলোচনা করেন মাও: আলী আজগর।

অভিবাবকদের মধ্যে অনূভতি প্রকাশ করেন, বাদশা খান, সাবেক মেম্বার আব্দুল লতিফ প্রমূখ।

শেষে ক্বওমী মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও ফিরোজা-বাগ নিয়ে আলোচনা এবং দোয়া করেন অনুষ্টানের সভাপতি মাও আব্দুল মালিক।

সমাবেশে উপস্থিত ছিলেন, জামেয়ার সিনিয়র শিক্ষক মাও: আব্দুস শহিদ, মাও: আবুল কালাম, মাও: ফখরুল ইসলাম ফারুক, হাফিজ মাও: আলীনুর আকবর ও মাদ্রাসা কমিটির সদস্য সুন্দর আলী কনাই, আব্দুল্লাহ কনাই মোল্লা প্রমুখ।

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top