Diclearation Shil No : 127/12
সিলেট, সোমবার, ০১ জুন ২০২০, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭, ৭ শাওয়াল ১৪৪১

ওসমানীনগরের মঙ্গলচণ্ডী স্কুলের ছাত্রের মৃত্যু হল যেভাবে!

 প্রকাশিত: ২৯, অগাস্ট - ২০১৯ - ০৯:১৯:১১ PM

গিলামান আহমদ :: সিলেটের ওসমানীনগরে স্কুলের পুকুরে পরে ৬ষ্ট শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

সে ওসমানীনগর উপজেলার মঙ্গলচণ্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র। শিশুটি দয়ামীর এসওএস শিশু পল্লির বাসিন্দা।

শিশু পল্লির শিক্ষক ইউসুফ আলী জানান পানিতে ডুবে মারা যাওয়া শিশুর বর্তমান ঠিকানা আমাদের এস ও এস শিশু পল্লি দয়ামির ওসমানীনগর, তার স্হায়ী ঠিকানা জিননানগর রাজশাহী। তার নাম মো: ফারহানের (১৩), পিতার নাম সুজন মিয়া, মাতা রুনা লায়লা।

শিশুটি গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার পরবর্তী যেকোন এক সময় স্কুলের পুকুরে পড়ে মারা যায়। ফারহান সাতার জানে না। ধারণা করা হচ্ছে, সে হাত মুখ ধৌত করতে গেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটতে পারে। স্কুলের প্রধান শিক্ষক শহীদ হাসান বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করেন। মামলা নং ১৫/১৯, তারিখ-২৯/০৮/২০১৯।

ঘটনার সত্যতা স্বীকার করে ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্তী বলেন, এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ওসমানীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Top