Diclearation Shil No : 127/12
সিলেট, শনিবার, ১৮ জানুয়ারি ২০২০, ৫ মাঘ ১৪২৬, ২০ জুমাদাল​-আউয়াল ১৪৪১

সিলেটের বর্ষীয়ান আ.লীগ নেতা আ.ন.ম শফিক আর নেই

 প্রকাশিত: ১৪, অগাস্ট - ২০১৯ - ০৩:৫২:৪৯ PM

কূল ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আ.ন.ম শফিকুল হক আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

তিনি আজ বুধবার বিকাল ৩টা ৩৮ মিনিটের সময় সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে লাইফসাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিলো (৭৪) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছে ।

মৃত্যুর সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করছেনে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও পরিবারের সদস্য মো.আবুল হোসেন লোকজন।

এদিকে আগামীকাল দুপুর সাড়ে বারোটায় শেষ শ্রদ্ধা জানাতে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হবে সেখান থেকে বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল (র:) মাজার মসজিদে প্রথম জানাযা এবং উনার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীগাও গ্রামের ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারাক কবরস্থানে দাফন করা হবে।

Top