Diclearation Shil No : 127/12
সিলেট, রবিবার, ১৯ জানুয়ারি ২০২০, ৬ মাঘ ১৪২৬, ২১ জুমাদাল​-আউয়াল ১৪৪১

মোদিকে পিছনে ফেললেন সানি লিওন!

 প্রকাশিত: ১৩, অগাস্ট - ২০১৯ - ০৭:৪৯:৫৮ PM

 
 
Image result for সানি লিওনের ছবি
 

ফের প্রমাণ করে দেখালেন সানি লিওন। হ্যাঁ, তিনি যে সবচেয়ে বেশি জনপ্রিয় তা আবার প্রমাণ দিলেন তিনি।

সম্প্রতি প্রকাশ্যে এল গুগল ইন্ডিয়ার সার্চ রেজাল্টের তালিকা। আর এই তালিকাতেই নজরে এল সানি এখনও অবধি গুগল সার্চে এক নম্বরে।

ভারতের বেশিরভাগ মানুষই গুগলকে টাইপ করেছেন সানি লিওনের নাম। আর সেখান থেকেই গুগল সার্চ ইন্ডিয়ার একেবারে প্রথম সারিতে উঠে এলেন সানি।

গুগলের তরফ থেকে জানানো হয়, গোটা দেশ জুড়ে সব থেকে বেশি সার্চ হয়েছে সানি লিওনের ভিডিও, সানি লিওনের বায়োগ্রাফি। এমনকী, সানি লিওনের ছবিও ডাইনলোডের সংখ্যাও অনেকটা বেশি।

ভারতে সানি লিওনের পর সব থেকে বেশি সার্চ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। মোদির স্পিচ এ ব্যাপারে সব থেকে বেশি এগিয়ে। মোদির পর পরই রয়েছে শাহরুখ খান ও সালমান খান।এই দুই খানের ছবি ও সিনেমাই সব থেকে বেশি সার্চ হয়েছে গুগলে।

Top