Diclearation Shil No : 127/12
সিলেট, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯, ২৯ কার্তিক ১৪২৬, ১৩ রবি-উল-আউয়াল ১৪৪১

বালাগঞ্জে কুশিয়ারাতে ভাসছে কোরবানির পশুর চামড়া

 প্রকাশিত: ১৩, অগাস্ট - ২০১৯ - ০৭:৩৪:০২ PM - Revised Edition: 30th April 2019

 

নিজস্ব প্রতিবেদক :: প্রতিবারের মতো এবারো ঈদুল আজহায় বালাগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম ও বাসা থেকে কয়েকটি মাদ্রাসা প্রায় ৫ শতাধিক পশুর চামড়া সংগ্রহ করেছিল। এ চামড়া বিক্রি করে যে টাকা আয় হতো তা দিয়ে মাদ্রাসার গরীব শিক্ষার্থীদের খরচ বহন করা হত। এবার সেই মূল্যবান চামড়া বালাগঞ্জ কুশিয়ারা নদীতে ভাসছে।

অন্যান্য বছরের ন্যায় চামড়া সংগ্রহ করলেও ন্যায্য দাম না পাওয়ায় একদিন অপেক্ষা করে গত ১৩ আগস্ট মঙ্গলবার সকালে দুর্গন্ধে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার ভয়ে সেগুলো কুশিয়ারা নদীতে ফেলে দিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

জানা গেছে উপজেলার জামেয়া ইসলামিয়া ফিরোজাবাগ বালাগঞ্জ মাদ্রাসা ১১৯টি, বালাগঞ্জ মহিলা মাদ্রাসা প্রায় ১০০টি, তিলকচানপুর-আদিত্যপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা ৩৪টি, নতুন সুনামপুর মাদ্রাসা ৭০টি ও দক্ষিণ গৌরীপুর মাদ্রাসায় ২৭টি চামড়া নদীতে ফেলে দিয়েছে। এছাড়া আরও কয়েটি প্রতিষ্ঠানের একই গতি বলে জানা গেছে।

মাদ্রসা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করে জানা যায়, বিগত বছরগুলোতে ব্যবসায়ীরা মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে চামড়া ক্রয়ের আগ্রহ দেখিয়েছে, কিন্তু এইবার কর্তৃপক্ষ নিজে যোগাযোগ করেও বিক্রয় করতে পারেনি। তারা বলেন- এক ক্রেতা দুপুরের দিকে প্রতিটি চামড়া মাত্র ৫০ টাকা দাম করেছিল, কিন্তু বিকেলে তাকে আর ফোনে পাওয়া যায়নি, শেষ পর্যন্ত চামড়া বিক্রয় করা সম্ভব হয়নি।

চামড়ার দাম এত কম কেন? জানতে চাইলে সিলেটের চামড়া ব্যবসায়ীরা অজুহাত দেখান তারা গতবারের দেয়া চামড়ার টাকা এখনো ঢাকা থেকে পাননি। সেগুলো বকেয়া থাকায় এবার তারা দাম দিয়ে চামড়া কিনতে পারছেন না। এমনকি এই টাকায় তারা যে চামড়াগুলো কিনছেন সেগুলোও বিক্রি করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

 

 

 

এ বিভাগের​ আরও খবর


Top