Diclearation Shil No : 127/12
সিলেট, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯, ২৮ অগ্রহায়ণ ১৪২৬, ১২ রবি-উস-সানি ১৪৪১

বালাগঞ্জে শিক্ষাসামগ্রী বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

 প্রকাশিত: ০১, অগাস্ট - ২০১৯ - ০৯:২০:৪৭ PM - Revised Edition: 30th April 2019

 
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
 
বুধবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য  দেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর।
 
বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুক্তার আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাজেরা খাতুন ও ফুজেল আহমদের যৌথ সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী জাকির হোসেন।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলমের শুভেচ্ছা বক্তব্যে শুরু হওয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখেন  বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূইয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার দাশ, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দুদু মিয়া, বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মইনুল ইসলাম সালেহ, নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল শাহাদত রুকন, ইউপি সদস্য এসএম সাহেদ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এমরুল হক, বিদ্যালয়ের পিটিএ’র সভাপতি সফিকুর রহমান চৌধুরী।
 
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন এসএমসি’র সাবেক সভাপতি মো. সফিকুর রহমান, এসএমসি সদস্য পারভীন বেগম, রাছনা বেগম, পিটিএ’র সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, সমাজকর্মী ফারুক আহমেদ, বিদ্যালয়ের শিক্ষক খালেদা সুলতানা, শিক্ষার্থী আমিনুল ইসলাম আদিল প্রমুখ। মানপত্র পাঠ করে শিক্ষার্থী ফারজানা আক্তার মুন্নি প্রমুখ।
Top