Diclearation Shil No : 127/12
সিলেট, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০, ৭ ফাল্গুন ১৪২৬, ২৩ জুমাদিউস-সানি ১৪৪১

ইনস্টাগ্রামে প্রতি পোস্টে প্রিয়াঙ্কার আয় ২৭ লক্ষাধিক ডলার!

 প্রকাশিত: ২৫, জুলাই - ২০১৯ - ০৬:৩৭:১৯ PM

 
 প্রিয়াঙ্কা চোপড়া- ফাইল ছবি
 

সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের নজরকাড়া এক অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কার অনুসারীসংখ্যা ৪ কোটি ৩০ লক্ষের চেয়ে বেশি। 

এবার ইনস্টাগ্রামে প্রতি পোস্টে আয় করে বলিউডের অভিনেত্রীদের তালিকায় ১৬ তম স্থানে জায়গা করে নিয়েছেন এ আবেদনময়ী অভিনেত্রী। এর মধ্য দিয়ে প্রিয়াঙ্কা তার ঝুলিতে পুড়েছেন 'মোস্ট ফলোড অ্যাকাউন্ট'-এর অ্যাওয়ার্ডও। 

জানা গেছে, ইনস্টাগ্রামে প্রতি পোস্টে ২৭ লক্ষ ১০ হাজার ডলার আয় করেন প্রিয়াঙ্কা। হলিউডে সাফল্যের পর ভারতের পাশাপাশি আন্তর্জাতিকভাবে ফলোয়ারের সংখ্যাও বহুগুণ বেড়েছে তার। ফলে, প্রিয়াঙ্কার পোস্টের মাধ্যমে বিজ্ঞাপন করতে পিছপা হচ্ছে না বহুজাতিক সংস্থাগুলো। 

এদিকে, ভারতীয় অধিনায়ক ইনস্টাগ্রামে আয়ের তালিকায় বিরাট কোহলি রয়েছেন ২৩ তম স্থানে।

প্রিয়াঙ্কা চোপড়াকে সামনে সোনালি বোস পরিচালিত 'দ্য স্কাই ইজ পিঙ্ক' চলচ্চিত্রে দেখা যাবে। বুধবার ইনস্টাগ্রামে ছবির লুক প্রথম বার শেয়ার করেছেন ছবির অন্য অভিনেতা ফারহান আখতার। বিশেষ প্রিমিয়ারের জন্য ফারহান ও প্রিয়াঙ্কা টরন্টোর উদ্দেশে রওনা দিয়েছেন। ১১ অক্টোবর ছবিটি মুক্তি পাবে। সূত্র: জিনিউজ

এ বিভাগের​ আরও খবর


Top