Diclearation Shil No : 127/12
সিলেট, সোমবার, ০১ জুন ২০২০, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭, ৭ শাওয়াল ১৪৪১

হাসিনা-খালেদার পক্ষে তিন নেতার গিলাফ প্রদান!

 প্রকাশিত: ২৩, জুলাই - ২০১৯ - ০৯:০৮:০৮ PM

কূল ডেস্ক :: প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে পৃথক-পৃখক ভাবে হযরত শাহ জালাল (রহ.) এর মাজারে ঘিলাফ প্রদান করা হয়েছে। 
 

শেখ হাসিনার পক্ষে গিলাফ দিচ্ছেদ শফিক চৌধুরী

হজরত শাহজালাল (রহ.) উরস উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে মাজারে গিলাফ প্রদান করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে সিলেট আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মাজারে আসেন শফিক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক ফারুক আহমদ, সদস্য এম আর সেলিম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রশিদুল ইসলাম রাশেদ, যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, শাহ জুনেদ প্রমুখ।

 

শেখ হাসিনার পক্ষে দরগায় গিলাফ দিচ্ছেন কামরান

হজরত শাহজালাল (রহ.) উরস উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাজারে গিলাফ প্রদান করেছেন কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

মঙ্গলবার দুপুর ১টার টার দিকে সিলেট আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মাজারে আসেন কামরান।

এসময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, শ্রম বিষয়ক সম্পাদক জুবের খান, সদস্য আব্দুস সোবহানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

খালেদা জিয়ার পক্ষে গিলাফ দিচ্ছেন মেয়র আরিফ

হজরত শাহজালাল (রহ.) উরস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মাজারে গিলাফ প্রদান করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সিলেট বিএনপির নেতাকর্মীদের নিয়ে মাজারে আসেন মেয়র আরিফ।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদি, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর তৌফিকুল হাদি, মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top