Diclearation Shil No : 127/12
সিলেট, বুধবার, ২৯ জানুয়ারি ২০২০, ১৬ মাঘ ১৪২৬, ১ জুমাদিউস-সানি ১৪৪১

বালাগঞ্জে প্রয়াত শিক্ষক সিকন্দর আলী স্মরণে শোকসভা!

 প্রকাশিত: ২১, জুলাই - ২০১৯ - ০১:৪৬:৩৯ PM

নিজস্ব প্রতিবেদক ॥ বালাগঞ্জ উপজেলার নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, দেওয়ান বাজার ইউনিয়নের প্রবীণ মুরুব্বি, সদ্য প্রয়াত মো. সিকন্দর আলী স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় নশিওরপুর গ্রামবাসীর উদ্যোগে গত শনিবার (২০ জুলাই) বিকালে নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান। সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ সমাজকর্মী মো. বাবরু মিয়া। জাগরণী যুব সংঘের সভাপতি মো. সিরাজুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নর্থইস্ট বালাগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন, নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসিদ আলী, গহরপুর আল ফালাহ একাডেমির শিশু সদনের সুপার হাফিজ মাওলানা কুতুব উদ্দিন, খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম ফখরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. হারুনুর রশিদ, মাওলানা আব্দুল হালিম হোসাইন, তরিকুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী মনসুর আহমদ, নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল শাহাদাত রুকন, প্রধান শিক্ষক নিবেদিতা ভট্টাচার্য, শিক্ষক মাসুদা খাতুন, প্রমথেশ দত্ত, রাবেয়া বেগম, শাফিয়া বেগম, শিউলি রাণী দাস, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, প্রবীণ মুরুব্বি সমছু মিয়া, তখলিসুর রহমান, আনোয়ার আলী, মনফর আলী, ইসমাইল আলী, আব্দুল মন্নান, ছুরাব আলী, আমির আলী, চেরাগ আলী, আব্দুল হান্নান, ফারুক মিয়া, মো. আনহার আলী, ইসলাম আলী, মোজাহিদুল ইসলাম শিহাব, সফিক মিয়া, দিলাল আহমদ, মামুনুর রশিদ, জাহেদ আহমদ এবং প্রয়াত শিক্ষক মো. সিকন্দর আলীর মেয়ে শিক্ষক নার্গিস বেগম, বড় ছেলে এটিএম মোশতাক ও ছোট ছেলে তোফায়েল আহমদ সেবুল প্রমুখ।

সভায় বক্তারা প্রয়াত শিক্ষক মো. সিকন্দর আলীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন। বক্তারা বলেন, শিক্ষকদের মৃত্যু নেই, শিক্ষকরা তাঁদের পাঠদান এবং মানুষ গড়ার মহৎ কাজের মাধ্যমে বেঁচে থাকেন।

শোকসভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী তাহসান নাদির তাকরিম। শোকসভার শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পূর্ব নশিওরপুর জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মাহবুবুর রহমান।

উল্লেখ্য : বালাগঞ্জ উপজেলার নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, দেওয়ান বাজার ইউনিয়নের প্রবীণ মুরুব্বি, মো. সিকন্দর আলী (৮৬) গত ১৩ জুলাই শনিবার বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন।

Top