
প্রকাশিত: ১১, জুলাই - ২০১৯ - ০২:৩৭:৪২ AM - Revised Edition: 30th April 2019
কূল ডেস্ক :: পাকিস্তানের কাছে ৫ তারিখ লর্ডসে হারের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপ মিশন।
তবে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য বিশ্বকাপ শেষ হয়ে গেলেও সংসদ সদস্যদের জন্য তা সবেমাত্র শুরু।
পাকিস্তানকে হারানোর পর উল্লাস প্রবাসীদের বুধবার ইংল্যান্ডে মাঠে গড়ায় ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপ। এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে ৮টি দল। ৮টি দল ২টি গ্রুপে বিভক্ত। বাংলাদেশের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও অল স্টার একাদশ।
সাকিব-মাশরাফি ছাড়া বাকি সবার বিকল্প আছেন! বুধবার নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করে বাংলাদেশের সংসদ সদস্যদের দলটি। শক্তিশালী পাকিস্তানকে ১৩ রানে হারায় বাংলাদেশ দল। লর্ডসে বাংলাদেশ জাতীয় দল কিছুদিন আগে হার মানলেও বাংলাদেশ সংসদ সদস্যদের দল পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করে।