Diclearation Shil No : 127/12
সিলেট, রবিবার, ০৭ জুন ২০২০, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭, ১৩ শাওয়াল ১৪৪১

সেমিতে বৃষ্টির হানা : ভারত ফাইনালে উঠার সহজ সমীকরণ!

 প্রকাশিত: ০৯, জুলাই - ২০১৯ - ১০:৪১:২৮ PM

 

 

আজ বৃষ্টি থেমে গেলে আর ম্যাচ শুরু হলে নিশ্চিতভাবেই কমে আসবে ম্যাচের দৈর্ঘ্য। তাহলে ভারতের ফাইনালে ওঠার সমীকরণটা কেমন হবে। ভারতীয় কয়েকটি গণমাধ্যম দেখিয়েছে কেমন হতে পারে পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের ব্যাটিং সমীকরণ। 

ম্যাচ শুরু হলে ৪০ ওভারে ভারতের লক্ষ্য দাঁড়াতে পারে ২৩৭ রান। ম্যাচের দৈর্ঘ্য ৩০ ওভারে নামলে ২২৩ রান করতে হবে কোহলিদের। ৩৫ ওভারের ক্ষেত্রে রান তুলতে হবে ২০৯, ৩০ ওভারের ক্ষেত্রে সেটা হবে ১৯২। ২৫ ওভারের ম্যাচ হলে ভারতের লাগবে ১৭২ আর সর্বনিম্ন ২০ ওভারের ম্যাচ হলে ভারতকে করতে হবে ১৪৮ রান। 

টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড ৪৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ২১১ রান। ওপেনার মার্টিন গাপটিল ১৪ বল খেলে ১ রান করে আউট হন। অন্য ওপেনার হেনরি নিকোলাস আউট হয়েছেন ২৮ রান করে। উইকেট দুটি তুলে নেন বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। কেন উইলিয়ামসন ৬৭ রানে চাহালের বলে ক্যাচ দেন। রস টেইলর ৬৭ রানে ব্যাট করছেন। তার সঙ্গে থাকা  জিমি নিশাম ফিরেছেন ১২ রানে। কলিন ডি গ্রান্ডহোম আউট হন ১৬ করে।

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top