Diclearation Shil No : 127/12
সিলেট, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯, ৩ আশ্বিন ১৪২৬, ১৭ মহররম ১৪৪১

শিরোনাম :
ছাত্রলীগে পদ পেতে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে || ওসমানীনগরে ডিপ্লোমা এন্ড রুরাল ম্যাডিকেল এসোসিয়েশনের মতবিনিময় || ওসমানীনগরে পূজা মন্ডপ কমিটি কর্তৃক ইউএনও বরাবর স্বারকলিপি প্রদান || অদ্ভুত কাহিনি; এক গ্রামের সকল মানুষ ও পশু দৃষ্টিহীন! || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসির যতো অন্যায় || যুবলীগ নেতার ক্যাসিনোতে অভিযান, আটক ১৪২  || আ.লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে ১২টি উপকমিটি গঠন || জ্ঞান হারানোর আগে মিন্নির সাথে নয়, রিকশা চালকের সাথে কথা হয় রিফাতের || বালাগঞ্জের বির্ত্তনীয়া প্রাইমারী স্কুলে টিফিন বক্স বিতরণ || যুবলীগ চেয়ারম্যানের বিবৃতি : সমালোচনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে যুবলীগ ||

সিলেটে রোটারী ই-ক্লাব অব ৩২৮২ এর কমিটি গঠন

 প্রকাশিত: ০৮, জুলাই - ২০১৯ - ১০:৪৮:২৬ PM - Revised Edition: 30th April 2019

 

কূল ডেস্ক :: রোটারী ই-ক্লাব অব ৩২৮২ সিলেট এর ২০১৯ -২০২০ রোটাবর্ষের কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। 

এতে সর্ব সম্মতিক্রমে রোটারিয়ান সৈয়দ বাহারুল ইসলাম রিপনকে সভাপতি এবং রোটারিয়ান ফজলুর রহমান জসিমকে সাধারণ সম্পাদক করে নতুন রোটাবর্ষের কার্যকরী পরিষদ গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন যথাক্রমে আইপিপি রোটারিয়ান রাসেল মাহবুব পিএইচএফ প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ফয়ছল রানা ভুইয়া, সহ সভাপতি রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান সেলিম, কোষাধ্যক্ষ রোটারিয়ান মুহিবুর রহমান, সার্জেন্ট এন্ড আর্মস রোটারিয়ান এনামুল হাসান খান, ক্লাব সার্ভিস ডাইরেক্টার রোটারিয়ান জুনেদ আহমদ, কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান ফারেস আহমদ চৌধুরী, ভকেশনাল সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান সৈয়দ মেরাজুল হক, ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর আনহার আহমদ, ইউথ সার্ভিস ডাইরেক্টর মো. সাইফুর রহমান, ক্লাব এডমিন মো. সুজন মিয়া ও রোটারী ফাউন্ডেশন সানজিদা সাদিয়া সামাদ ও প্রমুখ সদস্যবৃন্দ।

গত ২ জুলাই সিলেটের একটি অভিজাত হোটেলের বলরুমে জিরো আওয়ার সেলিব্রেশন অনুষ্ঠানে কলার হ্যান্ড অভারের মাধ্যমে নতুন কমিটি ২০১৯-২০ রোটাবর্ষের দায়িত্ব গ্রহণ করেন।

 

সূত্র :: সিলেটভিউ২৪ডটকম

 

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top