Diclearation Shil No : 127/12
সিলেট, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯, ২৭ অগ্রহায়ণ ১৪২৬, ১১ রবি-উস-সানি ১৪৪১

এ্যাওয়ার্ড পেলেন বালাগঞ্জের কাজী সিরাজুল হক!

 প্রকাশিত: ০৭, জুলাই - ২০১৯ - ১১:০৫:৩৪ PM - Revised Edition: 30th April 2019

Image may contain: 10 people, people smiling, people sitting and indoor

বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জ ইউনিয়নের কাজী সিরাজুল হক শের-ইবাংলা গোল্ডেন এ্যাওয়াড লাভ করেছেন।

গত ৫ জুলাই শুক্রবার আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশন কতৃক আয়োজিত ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট রমনা, ঢাকা সেমিনার হলে (২য় তলা) অনুষ্ঠিতব্য  “অপরাধ মুক্ত আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ ও সচেতন নাগরিকদের ভুমিকা” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সফল ও শ্রেষ্ট নিকাহ রেজিস্টার হিসেবে তাকে এই এ্যাওয়াড প্রদান করা হয়।

এ্যাওয়াড প্রদান ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি শামসুল হুদা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আলহাজ্ব নাজিমউদ্দীন আল আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

তাঁর এই সাফল্যের জন্য মহান আল্লাহ- রাব্বুল আলামিনের নিকট তিনি শুকরিয়া আদায় করেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন "আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশন" এর সংশ্রিষ্ট সকলের প্রতি।

Top