Diclearation Shil No : 127/12
সিলেট, বুধবার, ২৪ জুলাই ২০১৯, ৮ শ্রাবণ ১৪২৬, ১৯ জ্বিলক্বদ ১৪৪০

শিরোনাম :
জিয়াপুর আদর্শ সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ! || হাসিনা-খালেদার পক্ষে তিন নেতার গিলাফ প্রদান! || বালাগঞ্জে মৎস্য সপ্তাহের সমাপনি অনুষ্ঠান ও পুরস্কার বিতরন সম্পন্ন! || বালাগঞ্জে অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন || ফেঞ্চুগঞ্জের ফটো সাংবাদিক কামাল বাঙ্গালী আর নেই || বালাগঞ্জে আ.লীগ নেতা মতিন চৌধুরীর ইন্তেকাল, জানাজা মঙ্গলবার || ২৮৩ কাউন্সিলরের সিংহভাগই জগদীশ-আজাদের গঠিত কমিটির সদস্য! || অজ্ঞান পার্টি’র খপ্পরে পড়ে বালাগঞ্জের পৈলনপুরের চেয়ারম্যান ‘আইসিইউ’তে || বালাগঞ্জের কলেজ ক্যম্পাস পরিস্কার করলো ছাত্রলীগ! || রফিকুল আলম উপজেলা পর্যায়ে টানা চারবার শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত ||

ব্রিজ থেকে সুরমা নদীতে শিশুকে ছুড়ে ফেললেন সৎমা!

 প্রকাশিত: ০৫, জুলাই - ২০১৯ - ১১:৩৩:০১ PM - Revised Edition: 30th April 2019

 

কূল ডেস্ক :: কুমারগাঁওর সুরমা নদীর বাইপাস সেতু থেকে পাঁচ বছর বয়সী শিশু মাহা বেগমকে নিচে ছুড়ে ফেলে দিলেন সৎমা। শুক্রবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ দৃশ্য দেখে উপস্থিত লোকজন ছুটে গিয়ে আটক করেন সৎমা সালমা বেগমকে। তাকে আটক করার মধ্য দিয়েই জানা যায় মূল ঘটনা। পুলিশ ডুবুরি এনে ওই শিশুর লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঘটনাস্থলে থাকা জালালবাদ থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে সতিনের মেয়ে মাহাকে নিয়ে কুমারগাঁও ব্রিজে আসেন সালমা বেগম। পরে ব্রিজের ওপর থেকে তাকে নদীতে ফেলে দেওয়ার দৃশ্য দেখেন সেখানকার লোকজন। তারা সালমা বেগমকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ এসে সালমা বেগমকে আটক করে। সালমাও তিন সন্তানের জননী। তিনি জালালাবাদ থানার ফতেহপুর গ্রামের জিয়াউল হকের স্ত্রী।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, শিশু মাহাকে নদীতে ফেলে দেওয়ার দৃশ্য দেখেই আমরা ওই নারীকে আটক করে পুলিশে দিয়েছি। আমরা তার শাস্তি চাই বলে পুলিশের সামনেই স্লোগান দিতে থাকেন তাদের অনেকে।

এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিন সমকালকে বলেন, সালমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মাহা পা ফসকে পড়ে গেছে বলে তাদের কাছে সালমা জানিয়েছেন। বিষয়টি তার কাছে ভালো ঠেকছে না। শিশুর লাশ উদ্ধারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরিদের আনা হয়েছে। তারা শিশুটির সন্ধান চালাচ্ছেন। লাশ উদ্ধারের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top