
প্রকাশিত: ০৫, জুলাই - ২০১৯ - ০৬:১৭:৫৫ PM - Revised Edition: 30th April 2019
বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জ বাজার বনিক সমিতির নির্বাচন/২০১৯ সামনে রেখে “বনিক সমিতির নির্বাচন ও ব্যবসায়ীদের প্রত্যাশা শীর্ষক” উম্মুক্ত সংলাপ অনুষ্ঠানের আয়োজন করেছে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব।
বালাগঞ্জ বাজারস্থ মদন মোহন মার্কেটে প্রাঙ্গনে আগামী কাল ৬ জুলাই শনিবার বিকাল ৪ ঘটিকায় এ সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যানবৃন্দ, বাজারের ব্যবসায়ী ও সুধীজন এবং প্রতিদ্বন্ধি প্রার্থীরা উপস্থিত হয়ে সংলাপে অংশ নিবেন।
উক্ত সংলাপ অনুষ্ঠানে এলাকাবাসী সকলের উপস্থিতি কামনা করেছেন প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারন সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিলু।