Diclearation Shil No : 127/12
সিলেট, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯, ২৭ অগ্রহায়ণ ১৪২৬, ১১ রবি-উস-সানি ১৪৪১

সিলেটে ২৫ মিনিটের চেষ্টায় কিশোরীর শ্বাসনালি থেকে পিন উদ্ধার!

 প্রকাশিত: ০৪, জুলাই - ২০১৯ - ০৩:৩০:৪৬ PM - Revised Edition: 30th April 2019

 

কূল ডেস্ক :: দাঁত দিয়ে পিন কামড়ে রেখে হিজাব পরছিলেন সিলেটের জকিগঞ্জের খাদিমান গ্রামের আব্দুর রবের মেয়ে সুমনা বেগম (১১)। কিন্তু হঠাৎ করে অসাবধানতাবশত পিনটি তার শ্বাসনালির ভেতরে চলে যায়। অসুস্থ অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।

তবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের দক্ষতায় কোনো সহজেই পিনটি বের করেছেন তারা। মঙ্গলবার দুপুরে ব্রঙ্কোসকপি দিয়ে প্রায় ২৫ মিনিটের চেষ্টায় পিনটি বের করে আনা হয়। ফলে আজ-কালের মধ্যেই সে বাসায় ফিরে যেতে পারবে।

হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. নন্দ কিশোর সিনহার তত্ত্বাবধানে বিভাগের বিশেষজ্ঞ সার্জন ডা. নূরুল হুদা নাঈম পিনটি বের করেন। এসময় তার সহযোগিতায় ছিলেন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আব্দুল হাফিজ শাফী, ডা. হাসনাত আনোয়ার, ডা. মনজুরুল হাসান, ডা. তারেক ও ডা. আয়েশা সিদ্দিকা।

সুমনার বাবা আব্দুর রব চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, মেয়েটিকে নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম। কিন্তু হাসপাতালের চিকিৎসকরা আমাকে সেই চিন্তা থেকে উদ্ধার করেছেন।

এ ব্যপারে ডা. নূরুল হুদা নাঈম বলেন- ‘এ রকম বিপত্তি প্রায়ই ঘটে। তাই আমাদের সবার উচিত এভাবে মুখে কিছু না ধরা। এটা যেমন স্বাস্থ্যসম্মত নয় তেমনি যেকোন সময় এতে বিপদের সম্ভাবনাও থাকে এমনকি কোন কোন ক্ষেত্রে তা জীবনের জন্যে মারাত্মক ঝুঁকি বয়ে আনতে পারে।’

সৌজন্যে : সিলেটভিউ২৪ডটকম।

Top