Diclearation Shil No : 127/12
সিলেট, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯, ১ শ্রাবণ ১৪২৬, ১১ জ্বিলক্বদ ১৪৪০

এরশাদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে!

 প্রকাশিত: ৩০, জুন - ২০১৯ - ০৭:৪৩:৪১ PM - Revised Edition: 30th April 2019

সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ফাইল ছবি
 

 

কূল ডেস্ক :: রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

রোববার (৩০ জুন) দুপুর থেকে তার শারীরিক অবস্থার হঠাৎ এ অবনতি ঘটে।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বিকেল থেকে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। এ বিষয়ে সন্ধ্যা ৬টার দিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

প্রসঙ্গত, গত ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে হুসেইন মুহম্মদ এরশাদকে বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে সিএমইএইচে নেয়া হয়।

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top