Diclearation Shil No : 127/12
সিলেট, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯, ২৭ অগ্রহায়ণ ১৪২৬, ১২ রবি-উস-সানি ১৪৪১

স্ত্রী-সন্তান নিয়ে ‘পিকনিক মুডে’ মাশরাফি!

 প্রকাশিত: ২৬, জুন - ২০১৯ - ০২:৪২:৩৪ PM - Revised Edition: 30th April 2019

 

কূল ডেস্ক :: চলতি বিশ্বকাপে নিজেদের ৭ম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর খোশ মেজাজে আছে টাইগার শিবির। মঙ্গলবার (২৫ জুন) থেকে দল পেয়েছে ৫দিনের ছুটি।

মঙ্গলবার (০২ জুলাই) লড়াই ভারতের সঙ্গে। এর আগে রোববার (৩০ জুন) ফের অনুশীলনে যোগ দেবেন টাইগাররা। এর ফাঁকে সকাল থেকেই ছুটির আমেজে আছেন ক্রিকেটাররা। স্ত্রী-সন্তান নিয়ে পাঁচদিনের টানা ছুটি কাটাতে শুরু করেছেন অনেকেই।

এ সুযোগে সাকিব আল হাসান স্ত্রী-সন্তান নিয়ে গেলেন প্যারিসে। তবে ইংল্যান্ডেই আছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একদিন আগে তার স্ত্রী সুমনা হক সুমী ঘুরে আসলেন সাউদাম্পটনের একটি স্ট্রবেরি বাগানে।

মঙ্গলবার মাশরাফির স্ত্রীর ফেসবুক টাইমলাইনে দেখা গেল পিকনিকে মেতেছেন তারা। সাউদাম্পটনে পরিবারের সদস্যদের নিয়ে ছোটখাটো চড়ুইভাতি করলেন টাইগার ক্যাপ্টেন। যেখানে ছেলে-মেয়ে ও স্ত্রী ও ছোট ভাইকে নিয়ে কাটল দারুণ সময়।

সুমনা হক সুমির ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা মঙ্গলবারের (২৫ জুন) ছবিতে দেখা যায়, সবুজ ঘাসের বুকে পিকনিকে মেতেছেন তারা। পুরো পরিবার নিয়ে আনন্দে মেতেছেন মাশরাফি। তাদের সামনেই আছে নানা খাবার- জুস, স্যান্ডউইচ আর ফলমূল।

দুই সন্তান ছাড়াও মাশরাফির সঙ্গে আছেন তার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা।

Top