Diclearation Shil No : 127/12
সিলেট, বুধবার, ২৯ জানুয়ারি ২০২০, ১৬ মাঘ ১৪২৬, ১ জুমাদিউস-সানি ১৪৪১

আম্মাজান আজ ২০ বছরে, মান্নাকে খুব মনে পড়ে!!

 প্রকাশিত: ২৫, জুন - ২০১৯ - ০৩:০৫:৫৭ PM

আম্মাজানের ২০ বছরে মান্নাকে মনে পড়ে

বিনোদন ডেস্ক :: দেশের কালজয়ী সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি সিনেমা আম্মাজান। এখনো মানুষের আবেগের সঙ্গে মিশে আছে সেই সিনেমা। এখনো পথে প্রান্তরে মানুষের মুখে মুখে ঘুরে ফেরে এই ছবির ‘আম্মাজান আম্মাজান আপনি বড়ই মেহেরবান’ গানটি। ছবিটিতে ছেলের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসায় ভেসেছিলেন চিত্রনায়ক মান্না। তাকে মনে পড়ে, আম্মাজানের কথা মনে পড়ে।

দেখতে দেখতেই ২০ বছর হয়ে গেলো ‘আম্মাজান’ ছবিটি মুক্তি পাওয়া। ১৯৯৯ সালের ২৫ জুন ছবিটি মুক্তি পেয়েছিল ছবিটি। আজকের এই দিনে মুক্তি পাওয়া ছবিটি। সপ্তাহের পর সপ্তাহ চলেছিলো সিনেমা হলে। হয়েছিলো ব্যাবসা সফল। এই ছবিতে ‘আম্মাজান’ চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তী অভিনেত্রী শবনম। মা ভক্ত ছেলের ভূমিকায় ছিলেন মান্না।

২৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কাজী হায়াৎ শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কার লাভ করেন এই ছবিটির জন্য। কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ ছবিটি প্রযোজনা করেছেন ও কাহিনী লিখেছেন মনোয়ার হোসেন ডিপজল এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী হায়াৎ। ছবিটিতে শবনম ও মান্না ছাড়াও আরও অভিনয় করেছেন মৌসুমী, আমিন খান, ডিপজল, মিজু আহমেদ প্রমুখ।

Top