Diclearation Shil No : 127/12
সিলেট, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯, ২৭ অগ্রহায়ণ ১৪২৬, ১১ রবি-উস-সানি ১৪৪১

সিলেটে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালী!

 প্রকাশিত: ২৩, জুন - ২০১৯ - ০৪:১২:৩১ PM - Revised Edition: 30th April 2019

 
 

কূল ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

রবিবার বেলা পৌণে ১২টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে র‌্যালীটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

র‌্যালীতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌজন্যে : সিলেটভিউ২৪ডটকম।

Top