Diclearation Shil No : 127/12
সিলেট, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬, ১৫ জ্বিলহজ্জ ১৪৪০

শিরোনাম :
‘ভিখারি’ ও ‘টপ টেন ক্রিমিনাল’ নিযে চলছে ভারত-পাকিস্তান ‘ইন্টারনেট যুদ্ধ’ || বালাগঞ্জ উস্তার-রিজিয়া কিশলয় কেজি স্কুলের নিয়োগ বিজ্ঞপ্তি || বালাগঞ্জে কাশ্মীর ইস্যুতে লতিফিয়া ফাউন্ডেশনে বিক্ষোভ মিছিল || সিলেট মহানগর আ.লীগের সেক্রেটারীর ৩৭ বছর আগের ছবি ভাইরাল! || কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ || ডেঙ্গু থেকে বাঁচতে উন্মোচন হলো মোবাইল অ্যাপ ‘স্টপ ডেঙ্গু’ || নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ লালনের শিক্ষা দিতে হবে : শফিক চৌধুরী || জাতীয় শোক দিবসে শেফিল্ডে আ.লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল || বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দলে ওসমানীনগরের মতিনসহ সিলেটী ৫ খেলোয়াড় || জাফলং ও বিছানাকান্দি ঘুরা হলো, বাড়ি ফেরা হলো না ||

‘সমৃদ্ধি সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’ শিরোনামের বাজেট পেশ হচ্ছে!

 প্রকাশিত: ১৩, জুন - ২০১৯ - ০৩:৪৫:৫৮ PM - Revised Edition: 30th April 2019

কূল ডেস্ক :: ‘সমৃদ্ধি সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’ শিরোনামের ২০১৯-২০ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পেশ শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে তিনি বাজেট উত্থাপন শুরু করেন। সংসদে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে মন্ত্রিপরিষদের বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।

এবারের বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এ বাজেট চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে ১২ দশমিক ৬১ ও সংশোধিত বাজেটের চেয়ে ১৮ দশমিক ২২ শতাংশ বড়।

এটি দেশের ৪৮তম, আওয়ামী লীগ সরকারের ২০তম ও অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেট।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা, যা জিডিপির ১৩ দশমিক ১ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত কর ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা, এনবিআর-বহির্ভূত কর ১৪ হাজার ৫০০ কোটি,কর ব্যতীত প্রাপ্তি ৩৭ হাজার ৭১০ কোটি এবং বৈদেশিক অনুদানের পরিমাণ ধরা হচ্ছে ৪ হাজার ১৬৮ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটের পরিচালন ব্যয় ধরা হচ্ছে ৩ লাখ ১০ হাজার ২৬২ কোটি টাকা। উন্নয়ন ব্যয় ধরা হচ্ছে ২ লাখ ১১ হাজার ৬৮৩ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা।

আসন্ন বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে ৮ দশমিক ২ শতাংশ। এছাড়া নতুন বাজেটে মূল্যস্ফীতির চাপ ৫ দশমিক ৫ শতাংশে রাখার পরিকল্পনা করা হচ্ছে।

 


পিপিবিডি/এসএম

এ বিভাগের​ আরও খবর


সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top