Diclearation Shil No : 127/12
সিলেট, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯, ৩ আশ্বিন ১৪২৬, ১৭ মহররম ১৪৪১

শিরোনাম :
ছাত্রলীগে পদ পেতে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে || ওসমানীনগরে ডিপ্লোমা এন্ড রুরাল ম্যাডিকেল এসোসিয়েশনের মতবিনিময় || ওসমানীনগরে পূজা মন্ডপ কমিটি কর্তৃক ইউএনও বরাবর স্বারকলিপি প্রদান || অদ্ভুত কাহিনি; এক গ্রামের সকল মানুষ ও পশু দৃষ্টিহীন! || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসির যতো অন্যায় || যুবলীগ নেতার ক্যাসিনোতে অভিযান, আটক ১৪২  || আ.লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে ১২টি উপকমিটি গঠন || জ্ঞান হারানোর আগে মিন্নির সাথে নয়, রিকশা চালকের সাথে কথা হয় রিফাতের || বালাগঞ্জের বির্ত্তনীয়া প্রাইমারী স্কুলে টিফিন বক্স বিতরণ || যুবলীগ চেয়ারম্যানের বিবৃতি : সমালোচনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে যুবলীগ ||

বিশ্বে বিশ কোটির চেয়েও বেশি ছেলে বিয়ে করেছে অপ্রাপ্ত বয়সে!

 প্রকাশিত: ০৯, জুন - ২০১৯ - ০২:৫৯:০৭ PM - Revised Edition: 30th April 2019

ছবি: ইউনিসেফ

কূল ডেস্ক :: বিশ্বে দুই কোটি ৩০ লাখ ছেলে ১৫ বছর বয়সের আগেই বিয়ে করেছে। আর সাড়ে ১১ কোটি ছেলে বিয়ে করেছে ১৮ বছরের আগে। মোট হিসাবে যাহা বিশ কোটিরও বেশি।

শুক্রবার জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বাল্যবিয়ে বেশি হচ্ছে দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা, ক্যারিবীয় দীপপুঞ্জ, সাব-সাহারার আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।

বিশ্বের ৮২টি দেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোর।

প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক বিবৃতিতে তিনি বলেন, বাল্যবিয়ে সুন্দর শৈশব কেড়ে নেয়। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই শিশুরা পরিবারের দায়িত্ব নিতে গিয়ে ভীষণভাবে অপ্রস্তুত হয়ে পড়ে এবং তাদের শৈশব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে।

প্রতিবেদনে বলা হয়, বাল্যবিয়ে সবচেয়ে বেশি হচ্ছে ক্ষুধা, দারিদ্র্যে জর্জরিত আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের দেশগুলোতে। এ অঞ্চলের মধ্যে বাল্যবিয়েতে প্রথম স্থানে আছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। এ দেশে ২৮ শতাংশ ছেলেই বাল্যবিয়ে করে। বাল্যবিয়ের হারে দ্বিতীয় স্থানে আছে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। এ দেশে ১৯ শতাংশ ছেলে বাল্যবিয়ে করে। তৃতীয় স্থানে আছে ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কার। এ দেশে ছেলেদের বাল্যবিয়ের হার ১৩ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, এর আগে বিশ্বজুড়ে মেয়েদের বাল্যবিয়ের ব্যাপকতা, কারণ এবং নেতিবাচক প্রভাব নিয়ে অনেক গবেষণা করা হলেও ছেলেদের বাল্যবিয়ে নিয়ে তেমন গবেষণা হয়নি। কিন্তু ছেলেদের বাল্যবিয়েও একটি বড় সংকট হিসেবে বিশ্বে রয়ে গেছে।

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top