Diclearation Shil No : 127/12
সিলেট, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯, ৫ আষাঢ় ১৪২৬, ১৪ শাওয়াল ১৪৪০

বিশ্বকাপ শুরু হতেই দুঃসংবাদ টাইগার শিবিরে

 প্রকাশিত: ০১, জুন - ২০১৯ - ০১:৫২:০১ AM - Revised Edition: 30th April 2019

 

কূল ডেস্ক :: বিশ্বকাপ শুরু হতেই দুঃসংবাদ টাইগার শিবিরে। চোট পেয়েছেন তামিম ইকবাল। অনুশীলনের সময় বাঁ- হাতে চোট পেয়েছেন তামিম। শুক্রবার(৩১ মে) ইংল্যান্ডের ওভালে নেটে ব্যাটিং অনুশীলন করার সময় হাতে ব্যাথা পেয়েছেন তামিম ইকবাল। বল ডিফেন্স করতে গিয়ে এই ব্যাথাটা পান তিনি। সাথে সাথে অনুশীলন বন্ধ করে দিয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা চলছে।

 

তামিম ইকবালের চোট কতোটা গুরুতর তা এখনও নিশ্চিত করেনি টিম ম্যানেজমেন্ট। এমআরআই রিপোর্টের পর বুঝা যাবে তার হাতের কি অবস্থা। শুধু তামিম ইকবালই নন, বিশ্বকাপ শুরুর আগ থেকেই ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ। এখনও পুরোপুরি চোট কাটিয়ে উঠতে পারেননি মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন, রুবেল হোসেন, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদরা।

প্রসঙ্গত, রোববার (২জুন) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের লন্ডনের কেনিংটন ওভালে।

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top