Diclearation Shil No : 127/12
সিলেট, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২০, ২২ শ্রাবণ ১৪২৭, ১৫ জ্বিলহজ্জ ১৪৪১

বালাগঞ্জ থেকে এই প্রথম "রাষ্ট্রপতি পদক" অর্জন

 প্রকাশিত: ৩০, মে - ২০১৯ - ০৩:২৩:৩৪ AM

 

কূল ডেস্ক :: বালাগঞ্জ উপজেলা থেকে এই  প্রথম বাংলাদেশ স্কাউট এর সবোর্চ্চ পদক Presidents Scout Award (রাষ্ট্রপতি পদক) পেয়েছে বালাগঞ্জ ডি এন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাহিনুর রহমান পামেল। সে বালাগঞ্জ সরকারী ডি.এন উচ্চ বিদ্যালয়  স্কাউট  দলের দলনেতা ছিল। পামেল বালাগঞ্জ সরকারী ডি এন উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সনে অনুষ্ঠিতব্য শেষ্ঠ স্কাউটার বাচাই প্রতিযোগীতায় অংশগ্রহন করেছিল। প্রথমে উপজেলা পর্যায়ে, পরে জেলা ও বিভাগীয় পর্যায় প্রতিযোগীতা শেষে জাতীয় পর্যায়ে অংশ নিয়ে এই পদক পাওয়ার যোগ্যতা অর্জন করে। 

উল্লেখ্য যে, তার বড় ভাই শাহ জালাল বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র মাহফুজুর রহমান হিমেল বালাগঞ্জ সরকারী ডি এন উচ্চ বিদ্যালয় স্কাউট দলের দলনেতা ছিল।  

সিলেট সরকারী কলেজে অধ্যয়নরত মাহিনুর রহমান পামেল বালাগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর গ্রা‌মের মরহুম আব্দুল নুর বুধু মিয়া'র না‌তি ও মরহুম লুৎফুর রহমান দুলা‌লের ছে‌লে।

 

 

এ বিভাগের​ আরও খবর


Top