Diclearation Shil No : 127/12
সিলেট, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯, ৮ ভাদ্র ১৪২৬, ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

ব্যপক লোকে সমাগমের মধ্য দিয়ে বালাগঞ্জে চড়ক পূজা অনুষ্ঠিত

 প্রকাশিত: ১৫, মে - ২০১৯ - ১১:২৫:২৩ PM - Revised Edition: 30th April 2019

বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জের হামছাপুর গ্রামে চড়ক পূজা অনুষ্টিত হয়েছে। গত ১৫ মে বুধবার বিকালে হামছাপুরে মাঠে্ এ পুজা অনুষ্ঠিত হয়। পূজায় ব্যপক লোকে সমাগম হয়েছে। পুজায় দুটি চড়ক গাছ স্থাপন করা হয়।

এ উপলক্ষে গত একমাস ধরে ব্যপক কর্মসুচী শেষে গত ১৪ মে রাতে কালী কাজ শেষে পূজা অনুষ্ঠিত হয়।

পুজা শিব গৌরী কালী সেজে বিভিন্ন কর্মসুচী পালন করা হয়। বলিচ্যাদ (দা) উপর শিবকে শুইয়ে তার উপর কালী উঠেন। শিশু কিশোরা বিভিন্ন রকমের বড়শী শরীরের বিভিন্ন স্থানে বিধে রাখে।

সর্বশেষ ছিল আকর্ষন পিঠে বড়শী গেঁথে তা দিয়ে গাছে রশির সাথে বেধে প্রদক্ষিন করা হয়। চড়কপূজায় এ দৃশ্য দেখার জন্য ধর্মবর্ন নির্বিশেষে সকল ধরনের ব্যাপক লোক লোকারন্য হয়ে মাঠ ভরে যায়। বালাগঞ্জ থানা পুলিশ চড়ক পুজা টি সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।

পুজা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারন সম্পাদক নয়ন তালুকদার, বালাগঞ্জ থানার এস আই অপুদাসগুপ্ত, এসআই জিতেন্দ্র বৈঞ্চব, এস আই সুকোমল ভট্রাচার্য্য, এ এস আই শুভজিৎ দেব শুভ, ইউপি সদস্য ঝন্টুদাস, ছাত্রযুব ঐক্য পরিষদের বালাগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি অমল দাস আপন, পুজা পরিষদের পিন্টু দাস, শিক্ষক সুব্রত দেবনাথ, যুবনেতা শামসুল ইসলাম, মাধব চক্রবত্তী, আসাদ উদ্দিন, ফজর আলী লিপন প্রমুখ।

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top