Diclearation Shil No : 127/12
সিলেট, সোমবার, ২৪ জুন ২০১৯, ১০ আষাঢ় ১৪২৬, ১৮ শাওয়াল ১৪৪০

নতুন জার্সির বিষয়ে অনুমোদন দিয়েছে আইসিসি

 প্রকাশিত: ৩০, এপ্রিল - ২০১৯ - ০৭:০১:৩৩ PM - Revised Edition: 30th April 2019

কূল ডেস্ক:: বিশ্বকাপ জার্সি পরে বাংলাদেশ দলের ক্রিকেটারদের অফিসিয়াল ফটোসেশনের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই জেনে গিয়েছিল সেই জার্সির ডিজাইন এবং রঙ কি হতে যাচ্ছে।

অফিসিয়াল ফটোসেশনের পরই অবশ্য টাইগারদের বিশ্বকাপের জার্সি নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। কেউ বলতে শুরু করে, এটা তো পাকিস্তানের জার্সির মতই হয়ে গেলো। আবার কেউ বলতে শুরু করেছে এই জার্সি তো দক্ষিণ আফ্রিকা কিংবা আয়ারল্যান্ডের জার্সির মত। অধিকাংশেরই মত, জাতীয় পতাকার লাল বৃত্তের রঙই এখানে অনুপস্থিত। তাহলে এটা জাতীয় দলের বিশ্বকাপ জার্সি হলো কেমনে?

সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনার পর বিসিবিও নড়েচড়ে বসেছে, বাংলাদেশ দলের জার্সি নিয়ে। গতকাল রাতেই বিসিবি সভাপতি জানিয়ে দিয়েছেন, পরিবর্তন করা হবে বিশ্বকাপের জার্সি। আজ দুপুরের মধ্যেই জাগো নিউজে প্রকাশ হয়ে গেছে, নতুন জার্সির ডিজাইন কেমন হতে পারে। তবে, সমস্যা হলো- পরিবর্তিত ডিজাইনের জার্সি আইসিসি অনুমোদন দেয় কি না।

তবে আজ ধানমন্ডিতে নিজের কার্যালয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, নতুন জার্সির বিষয়ে অনুমোদ দিয়েছে আইসিসি। এখন সেই পরিবর্তিত জার্সি পরেই বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top