Diclearation Shil No : 127/12
সিলেট, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯, ৫ আষাঢ় ১৪২৬, ১৪ শাওয়াল ১৪৪০

বালাগঞ্জ বোয়ালজুর ইউনিয়ন চেয়ারম্যান কাপের ফাইনাল শুক্রবার

 প্রকাশিত: ০১, এপ্রিল - ২০১৯ - ০৮:৫৫:৪৪ PM - Revised Edition: 30th April 2019

 

কূল ডেস্ক :: শেষ হল সিলেটের বালাগঞ্জের বোয়ালজুরে অনুষ্ঠিতাব্য চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ সেমিফাইনাল খেলা। আগামী শুক্রবার ফাইনাল খেলায় গ্রীন এফসি হস্তিদুর বনাম নুনু ফুটবল একাডেমি তাজপুর।

রোববার সেমিফাইনালের সর্বশেষ খেলায় নুনু ফুটবল একাডেমী তাজপুর ১-০ গোলে পরাজিত করে বৈশাখী স্পোর্টিং ক্লাব শেরপুর (তাজপুর) কে।

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন নুনু ফুটবল একাডেমির গোল রক্ষক মাছুম, খেলায় প্রথম গোল দাতা হন নুনু ফুটবল একাডেমির ছোট মাছুম ।

খেলায় প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার নাজমুল শাকিব। বিশেষ অতিথি ছিলেন বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালাগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনহার মিয়া, মোহাম্মদ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাবেক ফুটবলার শহিদুজ্জামান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়া, পল্লীবিদ্যুতের এর জিএম মোহাম্মদ মাছুম আহমদ।

পুরো ইভেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আইপি টেলিভিশন- 52BD.tv ও সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম।

সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top