Diclearation Shil No : 127/12
সিলেট, রবিবার, ০৭ জুন ২০২০, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭, ১৩ শাওয়াল ১৪৪১

শিশুসাহিত্যিক সিরাজ উদ্দিন শিরুলের জন্মদিন পালন

 প্রকাশিত: ১৮, মার্চ - ২০১৯ - ০৪:৩২:১৫ PM

কূল প্রতিবেদক :: ১৭ মার্চ ছড়ামঞ্চ সিলেট-এর সভাপতি বিশিষ্ট শিশুসাহিত্যিক ও ছড়াকার সিরাজ উদ্দিন শিরুলের ৪৪তম জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে রোববার বিকালে শহরের সুরমা মার্কেটে ছড়ামঞ্চ'র আয়োজনে এক মনোরম ছড়াড্ডা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে আগত সুহৃদরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁকে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন।

আড্ডায় অংশ নেন ;লেখক, গবেষক সালেহ আহমদ, ছড়ামঞ্চ সিলেটের সাধারণ সম্পাদক ছড়াশিল্পী মোহাম্মদ বাদশা গাজী, সাপ্তাহিক কুশিয়ারার কূল এর নির্বাহী সম্পাদক ছড়াশিল্পী ইমন শাহ্‌, লেখক আঙ্গুর মিয়া, লেখক ছড়াশিল্পী ও সাংবাদিক কাজী শাহেদ বিন জাফর, কয়েস আহমদ মাহদী, বাউল শীতন বাবু, রুমা দাশ পড়শি, কবি আলা উদ্দিন, অভিনয়শিল্পী শামীম আহমেদ, বাউল কয়েস আহমেদ প্রমুখ।

এ বিভাগের​ আরও খবর


সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top