Diclearation Shil No : 127/12
সিলেট, বুধবার, ০৩ জুন ২০২০, ২০ জ্যৈষ্ঠ ১৪২৭, ৯ শাওয়াল ১৪৪১

বালাগঞ্জে এক পাগলের মৃত্যু; দাফন সম্পন্ন

 প্রকাশিত: ১৮, ফেব্রুয়ারি - ২০১৯ - ০৮:১৯:৩৫ PM

 

কূল ডেস্ক :: বালাগঞ্জে অজ্ঞাতনামা মানসিক বিকারগ্রস্থ এক পাগলের মৃত্যু ঘটেছে। গতকাল রবিবার রাত অনুমান এগারো টায় বালাগঞ্জ হাসপাতালে তার মৃত্যু ঘটে। 

তাকে বছর বিশেক ধরে বালাগঞ্জ বাজারের অলিগলিতে ঘুরাফেরা করতে দেখা যেত। নাম জিজ্ঞাস করলে তার নাম ফখর বলে পরিচয় দিতো। ঘটনার দিন রাতে অবচেতন অবস্থায় স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু ঘটে। অদ্য সোমবার সকালে থানা-পুলিশের মাধ্যমে স্থানীয় লোকজন তাকে দাফন করেন। এর আগে মৃত ফখরের বলা ঠিকানায় বালাগঞ্জ থানা পুলিশ অনেক খোজাখোজি করে সুনিদৃষ্ট কোন পরিচয় বেড় করতে পারেনি। পরে স্থানীয় লোকজনকে দাফনের অনুমোতি দিলে, ফখরকে যারা পাগল হিসেবে জানতেন ও চিনতে তাদের কয়েকজন দাফন কাজ সম্পন্ন করেন। 

 

এ বিভাগের​ আরও খবর


সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top