Diclearation Shil No : 127/12
সিলেট, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯, ২৫ অগ্রহায়ণ ১৪২৬, ১০ রবি-উস-সানি ১৪৪১

আজ সিলেটে নাট্যজন জহির খান লায়েক স্মরণে শোকসভা

 প্রকাশিত: ১৬, জানুয়ারি - ২০১৯ - ১১:৫৪:০১ PM - Revised Edition: 30th April 2019

সিলেটের নিবেদিতপ্রাণ নাট্যজন সদ্য প্রয়াত জহির খান লায়েকের স্মরণে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের আয়োজনে সারদাহল সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের মহড়াকক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শোক সভার আয়োজন করা হয়েছে।

জহির খান লায়েক গত ১১ জানুয়ারী শুক্রবার সকাল ৮টায় তিনি তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৩ জানুয়ারী রোববার প্রায় অর্ধ শতাধিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে অনেকেই প্রয়াত জহির খান লায়েকের প্রতি সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

সিলেট নাট্যাঙ্গনের অত্যন্ত সুপরিচিত মুখ, নিবেদিত প্রাণ, নাট্যজন কথাকলি সিলেটের প্রবীণ নাট্যকর্মী জহির খান লায়েক সদা প্রাণবন্ত, বন্ধুবৎসল একজন নিবেদিতপ্রাণ নাট্যকর্মী ছিলেন। দীর্ঘ ৫০ বছরের উর্ধ্বে তিনি সিলেটের নাট্যাঙ্গনে সম্পৃক্ত ছিলেন। তিনি বহু নাটকে মঞ্চ অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন রূপসজ্জাশিল্পী। তাঁর মৃত্যুতে সিলেটের নাট্য ও সংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।

সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে প্রয়াত জহির খান লায়েকের স্বজ্জন, শুভানুধ্যায়ী, নাট্য ও সংস্কৃতিকর্মী সহ সকলের উপস্থিতি বিনীতভাবে কামনা করেছেন। বিজ্ঞপ্তি

এ বিভাগের​ আরও খবর


সর্বাধিক পঠিত

সর্বশেষ

Top